(বাঁ
থেকে, ওপরে) সাইমন, ওমর সানি, রিয়াজ, অমিত হাসান, শাবনূর, পপি ও জায়েদ
খান। (নিচে) অমিত হাসানের স্ত্রী অনন্যা, শেলী মান্না ও মৌসুমী
গত বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্তোঁরায় শেলী মান্নার আহ্বানে এক মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির নেতাকর্মীরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, এখন থেকে মান্না ফাউন্ডেশনের সব ধরনের কর্মকাণ্ডে পাশে থাকবে শিল্পী সমিতি। তারা একত্রে আয়োজন করবেন মান্না উৎসবের। অনুষ্ঠানটি হবে রাজধানীর শিশু একাডেমি চত্ত্বরে।
মত বিনিময় সভায় শিল্পী সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পাদক অমিত হাসান, সহ-সভাপতি ওমর সানি, কার্যনির্বাহী সদস্য মৌসুমী ও রিয়াজ। আরও ছিলেন শাবনূর, পপি, সাইমন ও জায়েদ খান। অনুষ্ঠানে শিল্পী সমিতির সভাপতি শাকিব খান উপস্থিত ছিলেন না।
সভায় জানানো হয়, আগামী ১ জানুয়ারি মান্না উৎসবের মধ্য দিয়ে মান্না ফাউন্ডেশন-শিল্পী সমিতির আনুষ্ঠানিক যৌথযাত্রা শুরু হবে।
মন্তব্যসমূহ