ত্রিশালে বিএনপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার-৩

জেলা প্রতিনিধি ময়মনসিংহ:    ময়মনসিংহের ত্রিশালে বিএনপির সাধারণ সম্পাদককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ফজলুল হক ওরফে ফজু মিয়াসহ ৩জনকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপরদিকে নিহত বিএনপির নেতার ময়না তদন্ত ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে শুক্রবার বিকেলে।
ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার বিকালে উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্যে ভাটিপাড়ার ডামের মোড় এলাকায় পল্লী বিদ্যুতের লাইনের সংযোগ দেওয়ার জন্য খুটিতে উঠার সময় একটি চারা গাছের মাথা ভেঙ্গে যাওয়াকে কেন্দ্র করে একই এলাকার আত্তস আলীর ছেলে ফজলুল হক ওরফে ফজু মিয়া বিএনপি নেতা চাঁন মিয়ার ভাতিজা মতিউর রহমান পারভেজকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদ করায় আত্তস আলী ও তার ছেলে ফজু মিয়াসহ আরো অন্তত ২০/৩০ জনের একটি দল চাঁন মিয়ার বাড়ীতে হামলা চালায়। এসময় ফজু মিয়া রড দিয়ে ধানীখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক চাঁন মিয়ার মাথায় আঘাত করে। আশংকা জনক অবস্থায় সিবিএমসি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএনপিনেতা এনামুল হক চাঁন মিয়ার মৃত্যুর খবরে একদিকে এলাকায় নেমে আসে শোকের ছায়া অন্যদিকে এলাকায় বিরাজ করে থমথমে অবস্থা। পরিস্থিতি সামাল দিতে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল ও এলাকায় মোতায়েন করেন অতিরিক্ত পুলিশ। বৃহস্পতিবার রাতেই ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান ও পল্লী বিদ্যুতের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওদিকে রাতেই নিহত বিএনপি নেতার লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে শুক্রবার বাদ জুম্মা ধানীখোলা মিলন সমাজ মাঠে প্রথম জানাযা ও দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ীতে ২য় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অন্যদিকে ত্রিশাল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনা মূলহোতা ফজলুল হক ওরফে ফজু মিয়া, মঙ্গলজান (৫০) ও মুর্তুজা বেগম (৩৫) কে গ্রেফতার করেছে।
ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক হাফিজ দৈনিক লোকলোকান্তরকে জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফজলুল হক ওরফে ফজু মিয়াসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

মন্তব্যসমূহ