উপজেলা প্রেসকাব ওয়েব সাইটের উদ্বোধন ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

স্টাফ রির্পোটার : ময়মনসিংহের ভালুকায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও উপজেলা প্রেসকাবের ওয়েব সাইট এর উদ্বোধন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এ সভায় উপজেলা প্রেসকাবের আহবায়ক এস.এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে (১৪ ডিসেম্বর) সোমবার সন্ধ্যে ৬টায় কাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
 “শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়তে তরুনদের ভূমিকা” শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন  ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল আহ্সান তালুকদার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম পিন্টু, একুশে টিভির সিনিয়র রিপোর্টার সাজেদ রুমেল, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জয়শ্রী জামান, মাছরাঙ্গা টিভির সাংবাদিক আবৃত্তিকার সজিব সাদিক,সময় টিভির সংবাদ উপস্থাপক, শেখ জায়েদ প্রমুখ।
কাবের সদস্য সচিব সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রেসকাবের অত্যাধুনিক ওয়েব সাইট (www.upazilapressclubbhaluka.com এর শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল আহ্সান তালুকদার। শহীদ বুদ্ধিজীবী দিবসে গত রাত ১২.০১মিনিটে ভালুকা কেন্দ্রিয় স্মৃাতি সৌধে উপজেলা প্রেসকাবের পক্ষ থেকে পুর্ষ্পাঘ অর্পন করা হয়।

মন্তব্যসমূহ