ভালুকায় সুরবীণা সাংস্কৃতিক সংস্থার শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

gggg[1]
স্টাফ রিপোর্টার:  সোমবার শহীদ বুদ্ধিজীবি পালন উপলক্ষ্যে ভালুকা সুরবীণা সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়। মুক্তিযোদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সংস্থার শিল্পী ও কলাকুশলীরা। এর আগে সংস্থা কার্যালয় থেকে র‌্যালী নিয়ে স্মৃতিসৌধ এসে উপস্থিত হয় সুরবীণা সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুখলেছুর রহমান মুকুল, ভালুকা প্রেসক্লাব সভাপতি এস এম শাহজাহান সেলিম, সুরবীণা’র নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম রফিক, সংস্থার পরিচালক রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম শিল্পী ও কলাকুশলী মনির হোসেন পাঠান, সাদেক হোসেন, আনসারুল ইসলাম, জিল্লুর রহমান জাহিদ, ফাহিম ফয়সাল সৌরভ, ফাউজিয়া তাবাসসুম ঐশি, মাঈশা জামান ছোঁয়া, আনিকা রহমান আদ্রি, আনিকা তাবাসসুম, আইনুন নাহার প্রিতি, তাহমিনা ফরাজি সিনথি, সীমান্ত, ইমতিয়াজ আহম্মেদ অয়ন, ইফতিয়াজ আহম্মেদ অর্নব, স্বাধীন, সাগর প্রমুখ। অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পনের পর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু বলেন, জাতিকে মেধাশুন্য করতেই বিজয়ের সুর্যোদয়ের ঠিক পুর্ব মুহর্তে পাক হানাদার বাহিনী জাতির শ্রেষ্ট সন্তানদের হত্যা করে ইতিহাসের সবচেয়ে ঘৃন্য ও ন্যাক্কারজনক ঘটনার জন্ম দেয়।

মন্তব্যসমূহ