ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের নির্বাচন শুক্রবার


Image result for নির্বাচন


উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহ জেলা বৃহৎ শ্রমিক সংগঠন ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের নির্বাচন’১৫ কাল শুক্রবার। নির্বাচনের সকল প্রস্ততি সম্পন্ন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হাজী মোঃ আবদুল মান্নান জানান, এই দিন শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ জেলার পরিবহণ শ্রমিক দ্বারা পরিচালিত সকল রাস্তায় বাস ট্রাক, মিনি ট্রাক, কোচ, মাইক্রো, মেক্সি, ট্যাংক লড়ি সহ সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে। শ্রমিকরা যানবাহন চলাচল বন্ধ রেখে ভোট প্রদানে অংশ নিবে। প্রতি বারের মতো গনতান্ত্রিক পদ্ধতিতে ৭ হাজার ৭’শ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। শুক্রবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন- বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন পরিচালনার জন্য ১২ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি রয়েছে।
এবারের নিবার্চনে ১০ টি পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর সভাপতি পদে ৩জন, কার্যকরী সভাপতি ৪জন, সহ-সভাপতি পদে ৯জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৪জন, সহ-সম্পাদক ৬জন সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন, প্রচার সম্পাদক পদে ৪জন, কোষাধ্যক্ষ পদে ৬জন দপ্তর সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মটরযান কর্মচারী ইউনিয়নের প্রধান কায্যালয়, শহরের ৩৮,বড় বাজার এবং তার আশপাশ এলাকায় প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। সুষ্টু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন করে দীর্ঘ সময় ধরে সংগঠনটি তার ঐতিহ্য বজায় রেখেছে। ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি পদে মোঃ আঃ ছালাম (হারিকেন), মোঃ আঃ মজিদ (খেঁজুর গাছ), মোঃ নজরুল ইসলাম (মোটরগাড়ীর টায়ার), কার্যকরী সভাপতি পদে আবুল হাসেম (প্রজাপতি), মোঃ আঃ মান্নান চৌধুরী (কুলা), মোঃ কামাল উদ্দিন (মোরগ), মোঃ মোজাম্মেল হক মানিক (গরুরগাড়ি)। সহ-সভাপতি পদে আবদুল গফুর (কলস), মোঃ আজাহারুল ইসলাম (চাঁদ), মোঃ জসীম উদ্দিন (মোমবাতি), মোঃ মাসুম আলী (বটগাছ), মোঃ নজরুল ইসলাম নান্নু (দোয়াতকলম), মোঃ ফারুক মিয়া (মোটরসাইকেল ), মোঃ বাপ্পি মিয়া (হাতী), মোঃ হেলাল উদ্দিন (মাছ), মোঃ হোছেন আলী (কাপ-পেয়ালা)। সাধারণ সম্পাদক পদে মোঃ আইয়ুব আলী (সাইকেল), মোঃ আলমগীর হোসেন (দেয়ালঘড়ি), মোঃ এ.বি.এম জিয়া উদ্দিন বাশার (চেয়ার), মোঃ রফিকুল ইসলাম (আনারস), মোঃ সানোয়ার হোসেন চানু (ছাতা)। যুগ্ম সম্পাদক পদে মোঃ আঃ শহিদ মিয়া (গোলাপফুল), মোঃ আমজাদ হোসেন (কুঁড়েঘর), মোঃ মজিবুর রহমান (মই), রেজাউল ইসলাম রিপন (পতাকা), সহ সম্পাদক পদে মোঃ আঃ করিম (বাঘ), মোঃ কামরুজ্জামান বেলা (আম), মোঃ তফাজ্জল হোসেন (মূয়র), মোঃ রতন মিয়া (টেলিভিশন), মোঃ সাজ্জাত হোসেন সেলিম (হরিণ), মোঃ সুরুজ মিয়া (তালাচাবি), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আঃ রাজ্জাক (মোবাইলসেট), আঃ হান্নান (হুক্কা), মোঃ ইখতিয়ার উদ্দিন রনি (টিয়াপাখী), শ্রী বিকাশ চন্দ্র ঘোষ (ফুটবল), মোঃ ভুট্রো মিয়া (বই), মোঃ স্বপন মিয়া (বাস)। প্রচার সম্পাদক পদে মোঃ আলী হোসেন (চশমা), নুর মোহাম্মদ খান (তলোয়ার), মোঃ মাহবুবুর রহমান (মাইক), শামীম মিয়া (ঘোড়া)। কোষাধ্যক্ষ পদে মোঃ আঃ কাদির (মশাল), মোঃ বেলাল হোসেন (করাত), মোঃ মিজানুর রহমান (ট্রাক)মোঃ রফিকুল (হাতুরী), মোঃ লিয়াকত আলী (উড়োজাহাজ), মোঃ সিরাজুল ইসলাম (টেবিল)। দপ্তর সম্পাদক পদে মোঃ আঃ মান্নান (ডাব) ও মোঃ নূরুল ইসলাম (হাঁস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। #

মন্তব্যসমূহ