দাউদের গাড়িতে আগুন দিলো হিন্দু নেতা

দাউদের গাড়িতে আগুন দিলো হিন্দু নেতা (ভিডিও)
ভারত: ভারতের জনগণের মন থেকে দাউদ ইব্রাহীম আতঙ্ক দূর করতে প্রকাশ্যে দাউদের গাড়ি পোড়ালেন দেশটির হিন্দু মহাসভার নেতা সোয়ামী চক্রপাণি। খবর জি,এনডিটিভির।

বুধবার উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলার ইন্দ্রাপুরমে দাউদের গাড়িকে আগুন দিয়ে পোড়ান সোয়ামী চক্রপাণি। গত ৯ ডিসেম্বর নিলামে ৩২ হাজার রুপি দিয়ে দাউদের গ্রীন হুনদাই গাড়িটি কিনেছিলেন চক্রপাণি। কেনার পর লাগাতার হুমকি আসায় গাড়ি পোড়ানোর সিদ্ধান্ত নেন চক্রপাণি। গাড়ি পোড়ানোর সেই ভিডিওটি দেখুন। 

প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিয়াল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হয় ২৫৭ জন বেসামরিক লোক। এ ঘটনার জন্য দায়ী করা হয় দাউদ ইব্রাহীমকে। যিনি এখন পাকিস্তানের করাচীতে পালিয়ে আছেন। 

মন্তব্যসমূহ