শেরাটন হোটেল ধসে নিহত ১, আহত ১০

শেরাটন হোটেল ধসে নিহত ১, আহত ১০ ঢাকা : এবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল অ্যান্ড রিসোর্টে ( সাবেক রূপসী বাংলা ও শেরাটন) সংস্কারকাজ চলার সময় দুর্ঘটনায় আলতাফ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন আলতাফ হোসেন (৪০) নামে এক শ্রমিক। রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক। ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বাকি ১০ শ্রমিককে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। আহত শ্রমিক জাকিরুল জানান, দুর্ঘটনার সময় ভবনটিতে ৩০ থেকে ৩৫ জন শ্রমিক কাজ করছিল। কাজ করার সময় হঠাৎ সিঁড়ি ধসে পড়ে তারা এর নিচে চাপা পড়ে। এ সময় অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

মন্তব্যসমূহ