বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড
ঢাকা: বাংলাদেশে আগামী বছরের ২৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বুধবার (২৩ ডিসেম্বর) ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক সভা শেষে এই দল ঘোষণা করা হয়।

ইংলিশদের যুবা দলে ফিরেছেন সাবেক অধিনায়ক ব্যাটসম্যান অ্যানেউরেন ডোনাল্ড। বাংলাদেশ সফরের আগে ইংল্যান্ড দুবাইয়ে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যান খেলবে। বিশ্বকাপে দলটি প্রথম ম্যাচ খেলবে ফিজির বিপক্ষে আর গ্রুপ পর্বের পরের ম্যাচ গুলো খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: জর্জ বার্টলেট, জ্যাক বার্নহাম, ম্যাসন ক্র্যান, স্যাম ক্যারান, রায়ান ডেভিস, অ্যানেউরেন ডোনাল্ড, জর্জ গারটন, বেন গ্রীন, ম্যাক্স হল্ডেন, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, টম মুরস, ব্র্যাড টেইলর (অধিনায়ক), ক্যালাম টেইলর, জ্যারেড ওয়ার্নার।

প্রসঙ্গত, আগামী বছরের ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে জমজমাট মেগা ইভেন্টটি শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।

মন্তব্যসমূহ