স্টাফ রিপোর্টার:
আজ শনিবার বিকালে শহরের ১১নং ওয়ার্ডের
নওমহল গরম্নর খোয়াড় মোড় থেকে প্রাইমারি স্কুল হয়ে হৃদয়ের মোড় পর্যনত্ম
রাস্তাটি প্রয়াত ৫ বারের নির্বাচিত কমিশনার আফতাব উদ্দিন দুলালের নামে
নামকরণ ও উদ্বোধন করা হয়। পৌর মেয়র ইকরামুল হক টিটু ফলক উন্মোচনের মাধ্যমে
সড়কটির উদ্বোধন করেন। উদ্বোধনের আগে উপসি’ত এলাকাবাসী পৌর মেয়রকে অবহিত করে
জানান যে, পৌরসভার তৎকালীন সেক্রেটারী নওমহল নিবাসী মরহুম মোহাম্মদ
ওয়াহিদের জ্যেষ্ঠ পুত্র ও তদানিন্তন প্রাদেশিক দাবা চ্যাম্পিয়ন মুফতি
মোহাম্মদ কাসেদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র
থাকাবস্থায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে গফরগাঁও থানার কাওরাইদ ব্রীজের
অদূরে পাইথল ইউনিয়নের জয়দরখালী নামক স’ানে পাকহানাদার বাহিনীর সাথে সন্মুখ
যুদ্ধে শহীদ হন। বিগত বহু বছর আগে তৎকালীন পৌর পরিষদ শহীদ মুক্তিযোদ্ধা
মুফতি মোহাম্মদ কাসেদ এর নামটি স্মরণীয় করে রাখার জন্য নওমহল গরম্নরখোয়াড়
মোড় থেকে সানফ্লাওয়ার স্কুল ও নওমহল মসজিদ হয়ে আর.কে মিশন রোড পর্যনত্ম
রাসত্মাটির নামকরণ করে। কিন’ পৌর পরিষদ রাসত্মার নাম ফলক না লাগানোর কারণে
এই মহৎ উদ্যোগটি বাসত্মবায়ন হয়নি এবং দীর্ঘদিনে তা ধামাচাপা পড়ে যায়। যার
প্রেড়্গিতে বর্তমান প্রজন্মের সনত্মানরা মুফতি কাসেদ সম্পর্কে অবহিত হতে
পারেনি। একই সময়ে পৌর পরিষদ ঐ তালিকায় শহীদ শাহেদ আলী ও শহীদ দ্বারা নামেও
শহরের দু’টি রাসত্মার নামকরণ করেছিল বলে জানা যায়। ঘটনা শুনে পৌর মেয়র
বলেন, মহান বিজয়ের এ মাসের মধ্যেই শহীদ মুফতি কাসেদের নামে সান ফ্লাওয়ার
স্কুল প্রাঙ্গণ থেকে আর,কে মিশন রোড পর্যনত্ম নামকরণ করে আনুষ্ঠানিকভাবে
নাম ফলক লাগানো হবে। এতে করে উপসি’ত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা মেয়রকে
কৃতজ্ঞতা জানান। পরে উদ্বোধন শেষে ১১নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে
মেয়রসহ এলাকাবাসী এলাকার উন্নয়নে বিসত্মারিত আলোচনা করেন। এসময় প্যানেল
মেয়র মোঃ নজরম্নল ইসলাম, ১১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ আলম, কাউন্সিলর
রোকসানা শিরিন, আফতাব উদ্দিন দুলালের ছোট ভাই মোঃ হেলাল উদ্দিন, ১১নং
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহীদুল ইসলাম কায়সার, ১১নং ওয়ার্ড বিএনপি’র
সভাপতি কামাল উদ্দিন, চেম্বার অব কমার্স এর পরিচালক শংকর সাহা, ১১নং ওয়ার্ড
বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবালুর রহমান ইকবাল, আওয়ামী লীগ নেতা আবু
সূফিয়ান বাদল, পৌর ঠিকাদার লিটন, এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গের মাঝে
শামসুল হক, আবু নুর শেখ বুলবুল, মোঃ মেহেদী হাসান, আতাউল হক বকুল, আজাদ
ভূইয়া, সাংবাদিক নজীব আশরাফ প্রমুখ উপসি’ত ছিলেন। উদ্বোধন শেষে মেয়র এর
কাছে ফুটপাথ বন্ধ করে স্থাপিত আফতাব উদ্দিন দুলালের নাম ফলকটি অন্যত্র
স্থাপন করে ফুটপাথটি সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবী জানান
এলাকাবাসী।
মন্তব্যসমূহ