অনলাইন ডেস্ক: লোক সংঙ্গীতের প্রতিযোগীতামূলক
রিয়েলিটি শো আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান ২০১৫। তরুন সংঙ্গীত শিল্পীদের
জন্য লোক সংঙ্গীতে তাদের প্রতিভা বাংলাদেশসহ বিশ্বের কাছে নিজেকে প্রকাশ
করার সবচাইতে বড় প্লাটফর্ম। আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান- ময়মনসিংহ
বিভাগের প্রাথমিক অডিশন অনুষ্ঠিত হবে শুক্রবার। ১১ ডিসেম্বর শুক্রবার সকাল ৯
টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অডিশনে ময়মনসিংহ বিভাগের
নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলার অংশ গ্রহনকারী প্রতিযোগী
শিল্পীরা অংশ নিবেন। ময়মনসিংহ বিভাগ থেকে যেসব শিল্পী রেজিস্ট্রেশন করেছেন
তাদেরকে প্রাথমিক অডিশনের প্রস’তি নিয়ে সকাল ০৯ টায় জেলা শিল্পকলা একাডেমি
প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। যারা ইতোমধ্যে
রেজিষ্ট্রেশন করতে পারনি তারা অডিশনের দিন অনুষ্ঠানস’লে রেজিষ্ট্রেশন করে
অডিশনে অংশগ্রহন করতে পারবেন। বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করবেন
০১৭১৭৬৫৯৩৬২
মন্তব্যসমূহ