ভালুকায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রির্পোটার, বর্ণমেলা নিউজ ২৪ ডট কম: ময়মনসিংহের ভালুকায় (০১ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে ভালুকা ব্র্যাক কিশোর কিশোরী উন্নয়ন কর্মসূচীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে এসে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বিশ্ব এইডস দিবসের তাৎপর্য ও এ সর্ম্পকিত নানা বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল  ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তিরানী রায়, ব্র্যাক কিশোর কিশোরী কর্মসূচী সংগঠক তাছলিমা আক্তার, ফাতেমা খাতুন প্রমুখ। পরে কিশোর কিশোরীদের অংশ গ্রহনে এইডস সচেতনতার  উপর একটি গণ নাটক মঞ্চস্থ হয়।

মন্তব্যসমূহ