সাদুল্যাপুর (গাইবান্ধা) :
সাদুল্যাপুর উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে এসে ব্যাটারিচালিত চরন্ত
অটোবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো আসমা খাতুন (২০) নামে এক তরুণীর।
উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগান সড়কের খামারপাড়া এলাকায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আসমা বেগমের বাড়ি সিলেটের জয়েন্তাপুর উপজেলার বামনহাওড় গ্রামে। তিনি ওই গ্রামের মো. ইমাম হোসেনের মেয়ে। সম্প্রতি তিনি তার বোনের বাড়িতে বেড়াতে আসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আসমা ও তার বোন-দুলাভাইয়ের সঙ্গে পার্শ্ববর্তী নিজপাড়া গ্রামের ইয়াকুব আলীর বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যান। পরে রাতে তারা ব্যাটারিচালিত অটোবাইকে করে বাড়ি ফিরছিল।
পথে আমবাগান সড়কের খামারপাড়া এলাকায় হঠাৎ করে আসমার ওড়না অটোবাইকের চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় টান লেগে আসমা অটোবাইক থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আসমার মৃত্যু হয়।
ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্যসমূহ