১৯৭১ সালে নির্মম হত্যাযজ্ঞের শিকার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। রায়ের বাজার বধ্যভূমি ও মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানান, আলবদর নেতার ফাঁসি কার্যকর হওয়ার কারণে এবার ভিন্নমাত্রা পাবে বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতা।
মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাত্র দুদিন আগে রাজাকার-আলবদর বাহিনীর নির্মমতার স্মৃতি বহন করে রাজধানীর রায়ের বাজারের বধ্যভূমি। প্রতিবছরের মতো এবারও দেশবাসী বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে শহীদ হওয়া জাতির মেধাবী সন্তানদের। চলছে তারই প্রস্তুতি।
রাত ১২টা ১মিনিটে মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। অন্যান্য আয়োজনের পাশাপাশি এবারও থাকছে স্বাধীনতার ইতিহাস নিয়ে আলোকচিত্র। সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন বিভাগের সমন্বয়ে নিরাপত্তা, যান চলাচলসহ অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত রয়েছে বধ্যভূমি এলাকা।
গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবদুস সালাম জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এলাকাটির পবিত্রতা রক্ষার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাসহ বিশেষ যত্ন নেয়া হয়েছে।
জ
মন্তব্যসমূহ