স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকা মুক্ত দিবস উদ্যাপন উপলে মঙ্গলবার (৮ডিসেম্বর) মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদণি শেষে মুক্তিযোদ্ধা মেজর আফছার উদ্দিন ও ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিনের কবর জিয়ারত করেন।
দুপুরে ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ এম আমান উল্যাহ এম,পি, জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, বক্তব্য রাখেন,আলহাজ মোঃ আনোয়ার হোসেন, ভালুকা উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল আহসান তালুকদার, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দীন কাইয়ূম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি।
মন্তব্যসমূহ