ভালুকায় মেয়র পদে ৪ জনের মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ভালুকায় বৃহষ্পতিবার (৩ ডিসেম্বর) আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীগণ হলেন আওয়ামীলীগ থেকে বর্তমান মেয়র ও ভালুকা উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. একেএম মেজবাহ্ উদ্দিন কাইয়ুম, বিএনপি থেকে ভালুকা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব হাতেম আলী খান, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন যথাক্রমে সাবেক মেয়র আলহাজ্ব মফিজ উদ্দিন সরকার ও আলহাজ্ব ওমর ফারুক মাস্টার। এর আগে গত মঙ্গলবার রাত ১২টার সময় আ’লীগ থেকে বর্তমান মেয়র উপজেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম ও বুধবার দুপুরে বিএনপি থেকে ৬নং ভালুকা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক আলহাজ্ব হাতেম খানের নাম চুড়ান্ত ভাবে ঘোষণা করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু সহ দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন কমিশন অফিসে বৃহস্পতিবার দুপুরে মনোয়ন পত্র জমা দেন আলহাজ্ব হাতেম আলী খান। পরে নির্বাচন বিষয়ক এক আলোচনা সভা দলীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।

                       

মন্তব্যসমূহ