বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা
ঢাকা: বাংলাদেশে আগামী বছরের ২৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসসিবি)।

বুধবার (২৩ ডিসেম্বর) ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক সভা শেষে এই দল ঘোষণা করা হয়।

চারিত আসালাঙ্কাকে অধিনায়ক করে এই দল ঘোষণা করে এসসিবি।

শ্রীলঙ্কা দল: চারিত আসালাঙ্কা (অধিনায়ক), কাভিন বান্দারা, চারান নানায়াকারাক, ভিশাদ রানদিকা, ওয়ানিদু হাসারাগনা, দামিথা সিলভা, থিলান নিমেশ, লাহিরু সামারাকোন, সালিন্দু উশান, কামিন্দু মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, জেহান ড্যানিয়েল, শাম্মু আশান, আভিশেক ফার্নান্দো

মন্তব্যসমূহ