মুক্তাগাছায় এক রাতে ২ বাড়িতে ডাকাতি ,আহত-৫


মুক্তাগাছা প্রতিনিধি:  মুক্তাগাছার চর আধপাখিয়া ও রুদ্রপুর গ্রামে শুক্রবার রাতে ২ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা প্রথমে চর আধপাখিয়া গ্রামে সুমার আলীর বাড়িতে হানা দেয় রাত দেড়টায়। ডাকাতরা অস্রের মুখে গৃহকর্তা সুমার আলীর হাত ও পা বেধে নগদ ৮০হাজার টাকা ও সোনার চেইন, মুল্যবান কাপড়-চোপড় লুট করে। পরে পার্শ্ববর্তী ঘরে আবতাব বহুমুখি ফার্ম লিঃ এর প্রকল্প অফিসে হানা দিয়ে নগদ ৩০হাজার টাকা ,মোবাইল, কাপড়-চোপড় লুট করে। এসময় ডাকাতদের বাধা দিলে অফিসের সিড টেকনিশিয়ান জয়নাল আবেদীন (২৮)কে মারধর করে আহত করে। পরে সেখান থেকে ২কিলোমিটার দূরে রুদ্রপুর গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আঃ খালেকের বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজনচিৎকার শুরু করলে ডাকাতির অস্রের আঘাতে বাড়ির গৃহকর্তা আঃ খালেক (৫৫), মুজেদা (৫০), মোস্তাফিজুর রহমান রিফাত (২০), মিমি আক্তার (১৮) গুরুতর ভাবে আহত করে ডাকাতরা পালিয়ে যায়। আহতদের এলাকাবাসী উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি করে। এদের মধ্যে মোজেদার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। উভয় ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।

মন্তব্যসমূহ