ঢাকা, ১৪ ডিসেম্বর, : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২৭ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করলো। আজ সোমবার দিনশেষে রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এর আগে প্রথমবারের মত গত ২৯ অক্টোবর রিজার্ভ ২৭ বিলিয়ন ডলারের নতুন রেকর্ড সৃষ্টি করে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। রফতানি আয় বৃদ্ধি ও রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা, বিদেশ থেকে কর্পোরেট ঋণ গ্রহণ এবং কাঙ্খিত হারে আমদানি ব্যয় না হওয়া রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে বলে কেন্দ্রিয় ব্যাংক মনে করছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বাসসকে জানান,
মন্তব্যসমূহ