ভালুকায় জেএমবির পলাতক সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় জামায়াতুল মুজাহিদিনের (জেএমবি) তালিকাভুক্ত সদস্য মো. হাফিজ উদ্দিনকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাফিজ উদ্দিন ভালুকা উপজেলার হবিরবাড়ি জীবনতলার মৃত নুরউদ্দিন হায়দার ওরফে নুরু মুন্সীর ছেলে। র‌্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. যুবরাজ হোসেন জানান, হাফিজ উদ্দিনকে গ্রেপ্তারের পর র‌্যাব হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে জেএমবির অর্থায়ন, হত্যা ও একাধিক চাঁদাবাজির মামলা মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

মন্তব্যসমূহ