এই দু‘চোখে জল

এই দু‘চোখে জল


.
কেনো যাবি তুই
আমায় ছেড়ে বল ?
থাকবিনা তুই পাশে আমার
ভাবতেই এই দু‘চোখে জল !

তোকে নিয়েই বুক জুড়ে মোর
স্বপ্নেরই জাল বুনা
সয়নাযে আর দুরে থাকা;কবে
হবে শেষ মিলনের দিন গোনা?

বল যাবিনা;আর যাবিনা
আমায় ছেড়ে দুরে
বাজুক জীবনে মিলনের
হাওয়ায় সুরে-সুরে ।

যাও থেকে যাও ও সজনী
কাটুর সুখে মধুর রজনী
প্রেমে
যেওনাগো প্রাণের দোসর আমায় ভালোবেসো
জন্যে আমার হন্যে হয়ে এসো;বুকে এসো
নেমে !

জাগরণ
-সফিউল্লাহ আনসারী

.
আজো জাগরণ আমার
তোমায় ভেবে প্রিয়ে
কি সুখ পাও ?আমায়
ব্যাথা দিয়ে !
ভাবনার নায়ে আজো আমি
ভেসে চলি দুর দেশে
তোমার প্রেমের মজনু আমি
খোঁজি তোমায়;ভিখারীর বেশে !
হঠাৎ দাড়াই থমকে নিজে
ব্যাথার অনল মনে কিযে
আর পারিনা
এই যাতনা সইতে
থাকতোনা যন্ত্রনারা
যদি তুমি আমার হইতে
আমার পাশেই রইতে
ভালোবাসী কইতে...!


চিৎকার !

ভালোবাসা দিয়ে যাও মেয়ে
নইলে
বাচঁবোনযে আর
মনটা দিয়ে যাও মেয়ে
মনের দামে
দিয়োনা বিরহ;জীবনের হার!
এমনটি করোনা !



সময় এবং আমি...
-সফিউল্লাহ আনসারী

সময়ের কারসাজিতে হেরে গেছি আমি আজ
ছিঁড়ে গেছে বন্ধন; জীবনের যতো ভাঁজ।
খোঁজে পাইনা আর হারিয়েছি যা সব
ক্রন্দনে একাকার জীবনের কলরব।
স্মৃতি ছাড়া আর নেই ; নেই যেনো কিছু আর
যেদিকেই হাত রাখি না চেয়েও পাই হার !
লাভ কী থেকে যাওয়া ;চাওয়াহীন সব আর?
বাড়ে তাপ দহনের;বহনের নেই সার্মথ এক রত্তি
নি:স্ব আমি আজ সময়ের কাছে হার;এইটেই সত্যি।
আমাকে পুড়িয়ে হায়;কি লাভ-ক্ষতি তার ?
লাভ কী থেকে যাওয়া ;চাওয়াহীন সব আর?


মন্তব্যসমূহ