ময়মনসিংহে কেক কেটে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন


ময়মনসিংহে কেক কেটে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার,

কেক কেটে ও আলোচানা সভা করে ময়মনসিংহে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ময়মনসিংহ প্রেসক্লাবে ক্লাবের প্রবীণ সদস্য শিড়্গাবিদ অধ্যড়্গ রিয়াজুল ইসলাম, প্রবীণ সাংবাদিক জিয়াউদ্দিন আহাম্মেদ ও সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন অনুষ্ঠানিকভাবে কেক কেটে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী’র শুভ সূচনা করেন।
কেক কাটা শেষে সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রবীণ সাংবাদিক কাজী ইয়াসীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবে ক্লাবের প্রবীণ সদস্য শিড়্গাবিদ অধ্যড়্গ রিয়াজুল ইসলাম, প্রবীণ সাংবাদিক জিয়াউদ্দিন আহাম্মেদ, জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন, সিপিবি সাধালন সম্পাদক এডভোকেট এমদাদুল হক মিলস্নাত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, সাবেক সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক, মীর গোলাম মোসত্মফা, দৈনিক স্বদেশ সংবাদের সম্পাদক জগদীশ চন্দ্র সরকার, দৈনিক লোক লোকান-রের নির্বাহী সম্পাদক সাহিদুল আলম খসরু, ইঞ্জিনিয়ার নজরম্নল ইসলাম, সাংবাদিক বাবুল হোসেন, সাইফুল ইসলাম, এডভোটেক শিব্বির আহম্মেদ লিটন, সংবাদপত্র সেবী আজিজুর রহমান, ঈশ্বরগঞ্জ সংবাদদাতা সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাকের নান্দাইল সংবাদদাতা শাহ আলম ভূইয়া, ত্রিশাল সংবাদদাতা ফারম্নক আহমেদ, হালুয়াঘাট সংবাদদাতা আব্দুর রাজ্জাক উপসি’ত ছিলেন। অনুষ্ঠার পরিচালনা করেন ইত্তেফাকের ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহাম্মদ।
বক্তারা বলেন, ইত্তেফাক জন্মলগ্ন থেকে আজ পর্যনত্ম বস’নিষ্ঠ সংবাদ পরিবেশনে তাঁর ধারাবাহিকতা অব্যাহত রেখে চলেছে। মহান মুক্তিযুদ্ধে ও প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ইত্তেফাকের অপরিসীম ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে ইত্তেফাকের সফলতা কামনা করে বক্তরা আরো বলেন, প্রতিযোগিতার যুগে আগামী দিনেও ইত্তেফাককে সমপোযোগি পদড়্গেপ নিতে হবে। ###

মন্তব্যসমূহ