মায়ের কষ্ট


ইসলাম তরিকমায়ের কষ্ট এর চিত্র ফলাফল
""""""""""""""""""""""""""""""
পাথর চাপা কষ্ট সয়ে
সুখটা বিলায় যিনি
সুখ বিলানো ফেরিঅলা
সুখের খনি তিনি।।
:
মায়া ঘেরা এই দুনিয়ায়
মায়ের কদর ভিন্ন
শত কষ্টে মায়ের দরদ
হয় না কভু ছিন্ন।।
:
মায়ের শোকে আরশ কাঁপে
বুঝিনা তাঁর মর্ম
এই ধরাতে তাক লাগানো
মায়ের সকল কর্ম।।
:
সারা জীবন বিলিয়ে দিলেন
তাঁর চাওয়াটা শুন্য
ছন্নছাড়া সবার জীবন
মায়ের ছোঁয়ায় ধন্য।।


 মায়ের কষ্ট

মন্তব্যসমূহ