বিজয় দিবস উপলক্ষ্যে কোস্ট গার্ডের জাহাজ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত




অনলাইন ডেস্ক ■ 
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাগলা কোস্টগার্ড জাহাজ সিজিএস রাঙ্গামাটি সর্বসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। শুক্রবার পাগলা কোস্টর্গাড কর্তৃক গনমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় আরো জানানো হয় কোস্টগাডরর্  সিজিএস রাঙ্গামাটি জাহাজে সর্বসাধারন প্রবেশ করলে জাহাজ থেকে বিভিন্ন শিক্ষা নিতে পারবে।

মন্তব্যসমূহ