নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু ৬ ডিসেম্বর


নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু ৬ ডিসেম্বর

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে অবসি’ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ৬ ডিসেম্বর।
ক, খ, গ, ঘ, ইউনিটের মেধা তালিকা থেকে আগামী ৬-৮ ডিসেম্বর ও “ঙ” ইউনিটের মেধা তালিকা থেকে আগামী ১৩ ও ১৫ ডিসেম্বর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এছাড়া মেধা তালিকা থেকে ভর্তি শেষে আসন শূন্য থাকলে ক, খ, গ, ঘ, ইউনিটের ১ম অপেক্ষামান ১০ ও ১৩ ডিসেম্বর, ২য় অপেক্ষামান ১৫ ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং “ঙ” ইউনিটের অপেক্ষামান ১৭ ডিসেম্বর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
নিম্নলিখিত তারিখ অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টার মধ্যে স্ব-স্ব ইউনিট প্রধানের নিকট রিপোর্ট করতে হবে এবং ১১থেকে ৪টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে কাগজপত্র ও অন্যান্য বিষয় যাচাই-বাছাই এর পর ভর্তি ফরম দেয়া হবে। ভর্তির জন্য চুড়ানত্ম ভাবে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের সংশ্নিষ্ট ইউনিট থেকে ভর্তির মূল আবেদন পত্র নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ করতে হবে।
কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) মো: ফজলুল কাদের চৌধুরী জানান, নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নিজ হাতে মূল ভর্তি ফরম পূরণ করে ভর্তির প্রয়োজনীয় সনদপত্রসমূহের (মাধ্যমিক/দাখিল/সমমান পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্র, উচ্চ মাধ্যমিক/আলিম/সমমান ‘ও’লেভেল/‘এ’ লেভেল পরীক্ষার মূলনম্বরপত্র ও সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্র) ১ সেট সত্যায়িত ফটোকপি সহ মূল সনদপত্র সংশিস্নষ্ট বিভাগীয় প্রধানের দপ্তরে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। নূন্যতম ১২ কপি সত্যায়িত ছবি ও সকল সনদপত্রের ৩সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে। সকল কাগজপত্রের সাথে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। ভর্তির মূল আবেদনপত্রে সংশিস্নষ্ট বিভাগীয় প্রধানের স্বাক্ষরের পর অনুষদীয় ডীন ও হল প্রাধ্যক্ষের সুপারিশ নিয়ে নির্ধারিত ভর্তি ফি ব্যাংকে জমা দিয়ে ফরমের নির্ধারিত স্থানে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষরসহ প্রশাসনিক ভবনের রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় জমা দিতে হবে।
এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) তে জানা যাবে।

মন্তব্যসমূহ