ভালুকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

ময়মনসিংহের ভালুকায় পৌর নির্বাচনে ভালুকা পৌর বিএনপির সদস্য আলহাজ মফিজ উদ্দিন সরকার বিএনপির প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে মেয়র পদে নির্বাচনী প্রচারণা চালানোয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে ।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ (দক্ষিন) জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক একেএম মোশাররফ হোসেন (এফসিএ) স্বাক্ষরিত এক চিঠিতে ওই সিদ্ধান্তের তথ্য জানা গেছে।
এ ব্যাপারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর সাথে যোগাযোগ করলে তিনি জানান, দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপি এ সিদ্ধান্ত নিতেই পারে।

মন্তব্যসমূহ