রাজধানীর শ্যামপুরে নীরব নামে শিশুটি ম্যানহোলে পড়ে যাওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক মোজাম্মেল হক জানান, রাত ৮টা ২৫ মিনিটের দিকে শিশুটির লাশের সন্ধান পাওয়া যায়। “বুড়িগঙ্গার কাছে একটি নালায় বসানো জালে লাশটি আটকে আছে।”
মঙ্গলবার বিকেলে রাজধানীর শ্যামপুরে বন্ধুদের সঙ্গে খেলার সময় সুয়ারেজ লাইনের একটি ম্যানহোলে পড়ে যায় ছোট্ট শিশু নীরব। বিকেল পাঁচটার দিকে তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় জনতা। অবশেষে রাত সাড়ে ৮টার দিকে নীরবকে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারীরা।
মন্তব্যসমূহ