২০০ জনকে আসামী করে বাফুফের মামলা

২০০ জনকে আসামী করে বাফুফের মামলা
 ঢাকা: বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে হেরে যাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে মঙ্গলবার ভাংচুর চালিয়েছে আরামবাগ ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকরা। এই ভাংচুরের ঘটনায়, বাংলাদেশ দন্ডবিধির ১৪৯/৪৪৩/৪২৭/৩৪ ধারায় অজ্ঞাত নামা ১৫০-২০০ জনকে আসামী করে মতিঝিল থানায় মামলা দায়ের করেছে বাফুফে।

মঙ্গলবার সন্ধ্যায় (২২ ডিসেম্বর) বাফুফে ভবনে ভাংচুরের পরই এই মামলা দায়ের করা হয়।

ইতোমধ্যেই মামলা দায়ের করার পর আরামবাগ ক্লাব থেকে অজ্ঞাত নামা ২৪ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর তাদের আদালতে চালান করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি পুরণ দাবী করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হামলার পর পরই রাতে আরামবাগ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক এজাজ বাফুফে ভবনে এসে ক্ষমা চান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এক সংবাদসম্মেলনে জানান, ‘হামলার পরই বাফুফ ভবনের নিরাপত্তা জোরদার করতে আগামী কয়েক দিনের জন্য অধিক সংখ্যক পুলিশ মোতায়েনর ব্যাপারে আমরা বাংলাদেশ পুলিশের কাছে আবেদন করেছি। আর ভবিষ্যতের স্থায়ী নিরাপত্তার জন্য বাফুফে ভবনে নিরাপত্তা কর্মী বাড়ানো সহ পুরো চত্ত্বর সিসি ক্যামেররা আওতায় নিয়ে আসার কথা ভাবছি।’

এদিকে বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগ ফুটবলে বাংলাদেশ পুলিশ ও আরামবাগের খেলাকে কেন্দ্র করে বাফুফে ভবনে হামলার কারণে লিগের খেলা আপাতত বন্ধ রাখা হয়েছে। লিগের পরবর্তী ম্যাচ কবে অনুষ্ঠিত হবে তা ২৪ ডিসেম্বর সভায় নির্ধারণ করা হবে।

মন্তব্যসমূহ