পুলিশ জানিয়েছে, মেয়েটির বাবার
অভিযোগ, গত এপ্রিল থেকে কানপুরে দাদু-ঠাকুমার কাছে থাকছিল তাঁর মেয়ে।
সেখানে মেয়ের ওপর লাগাতার যৌন নির্যাতন চালান দাদু ও তার সৎ ভাই। এমনকি
মেয়েকে নিয়মিত তারা জোর করে গর্ভনিরোধক বড়ি খাওয়াত বলেও অভিযোগ করেছেন
তিনি। মেয়েটি তার ওপর ঘটে চলা নির্যাতনের ব্যাপারে ঠাকুমাকে জানালেও তিনি
কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ পেয়েছে পুলিশ। এ মাসের গোড়ায় মুরাদনগরে
এক বিয়ের অনুষ্ঠানে মেয়েটির সঙ্গে দেখা হয় তাঁর বাবার। বাবাকে সব জানায়
সে।
পুলিশ আরো জানায়, মেয়েটিকে
মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মামলা রুজু হয়েছে তার দাদু ও ওই
কাকার বিরুদ্ধে। দুজনেই পলাতক রয়েছে।
মন্তব্যসমূহ