স্মটাফরিপোর্টান: ভালুকায় উপজেলার পারুলদিয়া গ্রামে এক বাক প্রতিবন্ধী শিশু মেয়েকে ধষর্ণের চেষ্টার ঘটনা ঘটেছে। মেয়ের পিতা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। জানা যায়, উপজেলার পারুলদিয়া গ্রামে শনিবার দিন দুপুরে আনোয়ার হোসেনের মেয়ে বাক-প্রতিবন্ধী সানজিদা (১১) বাড়ির পাশে খেলা করছিল। এ সময় একই এলাকার মিলন শেখের লম্পট ছেলে রতন শেখ (৪০) ওই বাক প্রতিবন্ধী মেয়েকে জলপাই দেয়ার লোভ দেখিয়ে একটি নির্জন ঘরে নিয়ে ধষর্ণের চেষ্টা চালায়।
এ সময় মেয়ের পিতা ঘটনাটি দেখে ফেলে। পরে মেয়ের পিতা বাকপ্রতিবন্ধী মেয়েকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের নিকট নিয়ে এলে ওসি ভালুকা মডেল থানাকে ব্যবস্থা নেয়ার জন্য বলেন। পরে ওই রাতেই পিতা আনোয়ার হোসেন বাদী হয়ে রতনকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। আজ এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামী রতন পলাতক রয়েছে বলে জানা গেছে।
মন্তব্যসমূহ