জনম গেল রে..লেখক কবি- শেখ সুমাইয়া সুলতানা


1411979726

জনম গেল রে..লেখক কবি- শেখ সুমাইয়া সুলতানা

  • 2
মোর জনম গেল রে!
এই বাংলার রূপ
দেখিতে দেখিতে,,
মোর নয়নের আলো
ফুরাইলো রে!
এই বাংলার লাগি
কাঁদিতে কাঁদিতে//
লিখিতে লিখিতে মোর
ফুরাইলো কলমের কালি,,
তব নাহি ফুরাইলো
মোর বাংলা মায়ের
রূপের-ঢালি//
NYT2009031916520311C
লতা পাতায় জরাজরি 
ঝোপে ঝাড়ের তলে,,
আহা এমন-রূপের 
ঝলকানি ভাই 
আর কি কোথাও মেলে?! 
কত কথা শুনিয়াছি 
শুনিয়াছি কত দেশের নাম,,
কোথাও তো দেখি নাই
image_32_5044
কোথাও তো শুনি নাই
আছে কি আমার দেশের মতো
এমন-সবুজ গ্রাম?!
কত লোক আসিয়াছে দেখিতে
মোর বাংলা মায়ের ছবি,,
যখন মোরে প্রশ্ন করে
আমি বলি ভাই
আমি অতি সাধারণ!
রূপসৗ বাংলার
এক ঝোপে-ঝাড়ের কবি//
cms.somewhereinblog.net
আজ-শুনতে পাই
দোয়েলের মিষ্টি সুর,,
শুনি ফজরের আযানের ধ্বনি!
যা ছড়ায়ে পড়ে
বাংলার আকাশে-বাতাসে
চলে যায় সমুদ্দুর!//
sumaya sultana
কবিতাটা পাঠিয়েছে নারায়নগন্জ মহিলা কলেজের বি এ অনার্স এর বাংলা বিভাগের ছাত্রৗ শেখ সুমাইয়া সুলতানা

মন্তব্যসমূহ