আয় রে তোরা আয়
তোরা ঘরে থাকিসনা আর,,
চল আঁধার রাতের পথ পেরিয়ে
ভেঙ্গে ফেলি দ্বার//
তোরা ঘরে থাকিসনা আর,,
চল আঁধার রাতের পথ পেরিয়ে
ভেঙ্গে ফেলি দ্বার//
আয় রে তোরা আয়
তোরা ভয় পাসনা আর
চল মজলুমেরি পাশে থাকি
হয়ে হাতিয়ার//
তোরা ভয় পাসনা আর
চল মজলুমেরি পাশে থাকি
হয়ে হাতিয়ার//
আয় রে তোরা আয়
তোরা পরাজয় মানিসনা আর,,
চল রণমাঠে যোগদান
হয়ে দুর্জয় দুর্বার//
তোরা পরাজয় মানিসনা আর,,
চল রণমাঠে যোগদান
হয়ে দুর্জয় দুর্বার//
আয় রে তোরা আয়
তোরা পিছনে তাকাস না আর,,
চল শপথ করি ভিনদেশীদের
গোলামি করব না আর//
তোরা পিছনে তাকাস না আর,,
চল শপথ করি ভিনদেশীদের
গোলামি করব না আর//
আয় রে তোরা আয়
তোরা ভাবিস না রে আর,,
চল দুঃখীনৗ মায়ের কান্না মুছি
বলি কাঁদিও না আর//
তোরা ভাবিস না রে আর,,
চল দুঃখীনৗ মায়ের কান্না মুছি
বলি কাঁদিও না আর//
আয় রে তোরা আয়
তোরা ঘুমিয়ে থাকিস না আর,,
চল অন্যায়ে রুখে দাঁড়াই
এ দেশ লাখ-জনতার//
তোরা ঘুমিয়ে থাকিস না আর,,
চল অন্যায়ে রুখে দাঁড়াই
এ দেশ লাখ-জনতার//
কবিতাটা পাঠিয়েছে নারায়নগন্জ মহিলা কলেজের বি এ অনার্স এর বাংলা বিভাগের ছাত্রৗ শেখ সুমাইয়া সুলতানা
মন্তব্যসমূহ