ভালুকায় অমর একুশে বই মেলার সমাপনী অনুষ্ঠান


ভালুকায় অমর একুশে বই মেলার সমাপনী অনুষ্ঠান

স্টাফ রির্পোটার

ভালুকায় ৮দিন ব্যাপী ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন স্মরণে অমর একুশে বই মেলার সমাপনী অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে -জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী তার বক্তব্যে বলেন ‘‘১৯৫২ সালে দেয়া রফিক, জব্বার, বরকত, ছালামদের রক্তের বিনিময়ে আজ আমরা মাতৃভাষা বাংলায় কথা বলতে ও রাষ্ট্রভাষা বাংলায় দেশ পরিচালনা করতে পারছি, নিজস্ব ভাষা, কৃষ্টিতে স্বাধীন জাতি হিসাবে বিশ্বের কাছে মাথা উঁচু করে পরিচিতি লাভ করেছি”।
উপজেলা পরিষদ চত্বরে মহান একুশে ফেব্র“য়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, ভাষা সৈনিক মোস্তফা এম.এ মতিনের কন্যা উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, পৌর মেয়র ডা. একে এম মেজবাহ্ উদ্দিন কাইয়ুম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন খান মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন, ভালুকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আঃ রউফ প্রমুখ।

মন্তব্যসমূহ