ময়মনসিংহ: হঠাৎ বদলে গেছে ময়মনসিংহ নগরী। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে তিন চাকার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দখলমুক্ত করা হয়েছে ফুটপাত। এসব সড়কের দু’পাশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে অবৈধ স্থাপনা। ফলে চিরচেনা যানজট যন্ত্রণা থেকে আপাতত মুক্তি মিলেছে নগরবাসীর। ব্যানার-ফেস্টুনও নেই প্রধান প্রধান সড়কে। এসব সড়কেও আবার দেওয়া হয়েছে নতুন অবয়ব। প্রতিটি সড়কই যেন চকচকে তকতকে। গিঞ্জি ও যানজটমুক্ত সড়ক উপহার পাওয়ায় খুশি স্থানীয় জনসাধারণ।
এসব সম্ভব হয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ময়মনসিংহ সফরকে ঘিরে। নগরীতে হুট করেই অটো রিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় খানিক দুর্ভোগে পড়তে হয়েছে স্থানীয় জনসাধারণকে। এ দুর্ভোগ সাময়িক হলেও নগরীর নতুন এমন চেহারায় স্বস্তির ঢেকুর তুলেছেন অনেকেই। রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর জিলা স্কুল মোড়, নতুন বাজার মোড়, টাউন হল মোড়, গাঙ্গিনারপাড় মোড়, পাটগুদাম ব্রিজ মোড় ঘুরে দেখা গেলো বদলে যাওয়া ময়মনসিংহের এমন দৃশ্যপট। জানা যায়, ময়মনসিংহে প্রতিষ্ঠিত ‘প্রকৃতি কন্যা’ খ্যাত বংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সপ্তম সমাবর্তনে যোগ দিতে সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীতে আসছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান স্বারিত এক চিঠিতে জানানো হয়েছে, ওইদিন বিকেলে রাষ্ট্রপতি জামালপুরের সরিষাবাড়ি উপজেলা থেকে হেলিকপ্টার যোগে ময়মনসিংহের সার্কিট হাউজে এসে পৌঁছবেন। সেখানে রাত্রি যাপন শেষে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাকৃবিতে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সমাবর্তন শেষে তিনি হেলিকপ্টারযোগে টাঙ্গাইলের ধনবাড়ীর উদ্দেশে রওনা দেবেন। সরেজমিনে ঘুরে দেখা যায়, রাষ্ট্রপতির আগমনকে ঘিরে নগরীর টাউন হল মোড় থেকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়, কে. আর মার্কেটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক নতুন রূপ পেয়েছে।
প্রায় চার কিলোমিটার এ সড়কের দু’পাশে গড়ে উঠা অবৈধ দোকান-পাট সরিয়ে নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে নামিয়ে ফেলা হয়েছে শত শত ব্যানার, প্যানাফ্যাক্স ও ফেস্টুন। রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে নগরীর গাঙ্গিনারপাড়, নতুন বাজার, চরপাড়া, পাটগুদাম ব্রিজ এলাকা, টাউন হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে রোববার (২১ ফেব্রুয়ারি) থেকে ব্যাটারি চালিত অটো রিকশাসহ তিন চাকার সব যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় টেম্পো, সিএনজি ও মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী জানান, রাষ্ট্রপতির ময়মনসিংহ সফরকে ঘিরে শুধুমাত্র পৌর এলাকায় আগামী মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত এসব যান চলাচল বন্ধ থাকবে।
স্থানীয় জেলা প্রশাসন ও পৌরসভার নির্দেশ মোতাবেক আমাদের সংগঠন এ সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ব্যস্ততম গাঙ্গিনারপাড় চার রাস্তা মোড় এলাকায় গিয়ে আলাপ হয় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য আব্দুল মান্নানের সঙ্গে। তিনি বলেন, ‘অটো, সিএনজি নাই। নগরীতেও যানজট নাই। দায়িত্ব পালন করতে গিয়ে গলদঘর্ম হতে হচ্ছে না।’
চিরচেনা ময়মনসিংহ নগরীর দৃশ্যপট পরিবর্তন হয়ে নতুন চেহারা ফিরে পাওয়ায় নিজের উচ্ছ্বাসের কথা জানান স্থানীয় কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার। তার কথায়-শুধু একদিন, দুইদিন না, সারা বছরই নগরীর এমন চেহারা দেখতে চাই। আর এজন্য প্রশাসন ও রাজনীতিকদেরই উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রপতির ময়মনসিংহ সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে গোটা নগরী।
এমন তথ্য জানিয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক সন্ধ্যায় জানান, নগরীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ