ময়মনসিংহে ব্যাগভর্তি মানুষের মাথার খুলি, হাড়গোড় উদ্ধার

ময়মনসিংহে ব্যাগভর্তি মানুষের মাথার খুলি, হাড়গোড় উদ্ধার

ময়মনসিংহে ব্যাগভর্তি মানুষের মাথার খুলি, হাড়গোড় উদ্ধার

ময়মনসিংহে একটি ব্যাগের ভিতর থেকে মানুষের দু’টি মাথার খুলি ও ১১টি বুকের হাড় উদ্ধার করেছে পুলিশ। ০৮ ফেব্রুয়ারি সোমবার বিকেলে নগরীরর টাঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। ময়মমনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরীর টাঙ্গাইল বাসস্ট্যান্ডের পাশের দেয়ালের সঙ্গে পরিত্যক্ত প্লাষ্টিকের একটি ব্যাগে হাড়গোড় পড়ে থাকতে দেখে বাসের যাত্রীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যাগের ভিতর থেকে মানুষের মাথার ২টি খুলিসহ এসব হাড়গোড় উদ্ধার করে।
কংঙ্কাল পাঁচারকারী চক্র কবর থেকে এসব সংগ্রহ করে বিক্রির জন্য সেখানে ফেলে রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে ওসি জানান।

মন্তব্যসমূহ