ভাষা সৈনিক রফিক উদ্দীন ভূইয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা


ভাষা সৈনিক রফিক উদ্দীন ভূইয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ময়মনসিংহ প্রতিনিধি: বাঙ্গালীর মহান স্বাধীনতার বীজ বুনেছিলেন ভাষা আন্দোলনের যে বীর শহীদেরা সেই ভাষা সৈনিক রফিক উদ্দীন ভূইয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করল ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ ও নান্দাইল উপজেলা প্রশাসন।    

রবিবার সকালে গুলকিবাড়ি কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নান্দাইল উপজেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগ এর পর কবর জিয়ারত করেন।  

এসময় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট ফরিদ আহম্মেদ, সহ-সভাপতি প্রদীপ ভৌমিক, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এহতাশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত জাহান মুকুল, জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা জাসদের সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট গফুর, জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক সৈকত উসমান লিটন, সদস্য হাবিবুর রহমান হাবিব, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ।   

নান্দাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  ডঃ মোহাম্মদ রুহুল আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হক, রফিক উদ্দিন ভূইয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক মোঃ কামরুজজামান খান, এডভোকেট বাসিরুল করিম লিটন, শহীদ স্মৃতি আদর্শ কলেজের সহ-অধ্যাপক মোঃ গোলাম রব্বানী, মোঃ আবুল হাশিম, মোঃ শাহজাহান খান, মোঃ জুলফিকার তৌহিদ রবি প্রমুখ। 

ভাষা সৈনিক রফিক উদ্দিন ভূইয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা প্রদান শেষে তার আত্বার মাগফেরাত কামনা, দেশ, জাতী, জনগনের উন্নতি ও মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন উপস্থিত ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ ও নান্দাইল উপজেলা প্রশাসনের সদস্যবৃন্দ।

মন্তব্যসমূহ