ভালুকায় এক প্রভাবশালী কর্তৃক বীর মুক্তিযোদ্ধার বোরো জমি দখলে নিয়ে বেইস টেকনোলজিস্ট কোম্পানীর সিমানা প্রাচীর নির্মাণ করে জমির শ্রনি পরিবর্তন করে জলাশয় ভরাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অবৈধ দখলদারের বিরুদ্ধে মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
অভিযোগের জানা যায়, উপজেলার ভরাডোবা মৌজার ২০৫৩ নম্বর দাগে সন্ধিভিটা শিমুলীয়া বিলে বেইস টেকনোলজিস্ট কোম্পানীর পক্ষে ঢাকা জনৈক হাসান শিবলীর স্থানীয় প্রতিনিধি নাজমুল ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন গংদের প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ১৬ শতাংশ জমি জোড়পূর্বক দখলে রোপন করা বোরোধান ক্ষেত ভেঙ্গে সিমাণা প্রাচীর নির্মাণের জন্য আরসিসি পিলার তৈরি করছেন। এমনকি পরিবেশ অধিদপ্তরের আইনের তোয়াক্কা না করে বিশাল শিমুলীয়া বিলটি অবৈধভাবে ভরাট করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে জানা গেছে।
এলাকাবাসি জানান, শিমুলীয়া বিলটি বহু আগের এবং এলাকার শতাধিক লোক ওই বিলে মাছ ধরে তাদের মাছের চাহিদা পূরণ করে আসছিল। স্থানীয় ভূমি দালাল আব্দুল আওয়াল ও জুলহাস উদ্দিন খাস জমিসহ পুরো বিলটি কৌশলে এলাকার লোকদের ম্যানেজ করে কয়েক বছর পূর্বে পানির দামে প্রায় সাড়ে ১০ একর জমি ক্রয় করে দেন ওই কোম্পানীকে। এখন কোম্পানীর লোকজন আশপাশের দালালদের সহযোগীতায় জোড় পূর্বক নিরিহ মানুষের জমি দখলে নিয়ে সীমাণা প্রাচীর নির্মাণ শুরু করেছেন।
কোম্পানীর ম্যানেজার নাজমুল হক জানান আমরা আমাদের জমিতেই সীমানা প্রাচীর নির্মাণ করছি।
এ ঘটনায় ভুক্তভোগী তাজ উদ্দিন আহমেদ বুধবার রাতে আব্দুল আওয়াল, জুলহাস উদ্দিন, রফিক ও সুমনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরী (নম্বর-৯৬০) করেছেন।
ভালুকা মডেল থানার অফিসার্স ইনচার্জ,মামুন অর রশিদ জানান,এঘটনায় একটি অভিযোগের প্রেক্ষিততে কাজে বাধা দেয়া হয়েছে। সাধারণ ডায়েরীটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্যসমূহ