ময়মনসিংহে ৫টি চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার-৪



ময়মনসিংহে ৫টি চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার-৪

শাহ আলম উজ্জ্বল,  ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা ও গাজীপুর থেকে ৫টি চোরাই মোটর সাইকেলসহ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী জানান গোপন সূত্রে খবর পেয়ে উপ-পরিদর্শক মলয় চক্রবর্তী ও শহীদুল ইসলাম সঙ্গীয় পুলিশ নিয়ে গতরাতে রাজধানীর উত্তরা ও গাজীপুরের বিভিন্ন স’ানে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্য জলিল (৩৫),মুরাদ মুন্সী (৩০),রফিকুল ইসলাম ওরফে মামুন (৩০) ও সোহাগ মিয়াকে(৩০) গ্রেফতার করে । পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ২টি পালসার,১টি সিভি জেট,১টি ডিসকভার ও ১টি ইয়ামাহা চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায় গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে ময়মনসিংহ শহর ও জেলার বিভিন্ন স্থান থেকে দিন দুপুরে মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। অবশেষে গতরাতে জেলা গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে।

মন্তব্যসমূহ