কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই ভাই নিহত

Comilla

কুমিল্লার লাকসামে ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে ঢাকা-চট্টগাম রেলপথের লাকসাম পৌর এলাকার গন্ডামারা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উন্দানিয়া গ্রামের বশরত আলীর ছেলে মফিজুল ইসলাম (৫৫) এবং জহিরুল ইসলাম (৩৫)। নিহত জহিরুল ইসলাম কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর কর্মচারী এবং মফিজুল ইসলাম প্রবাসী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেল আরোহীরা বাড়ি থেকে লাকসাম বাজারে আসার পথে লাকসাম পৌর এলাকার গন্ডামারা রেলক্রসিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেলপথের কাছে চলে আসে। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী ট্রেনটি চলে আসায় ট্রেনের ধাক্কায় মোটর সাইকেলটি  (কুমিল্লা-ল-১১-২৫০৪) ছিটকে অনেক দূরে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।
লাকসাম রেলওয়ে থানার ওসি আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, এটি অবৈধ রেল ক্রসিং হওয়ায় এখানে কোনও গেইটম্যান নেই। রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে।

মন্তব্যসমূহ