ভালুকায় স্ত্রীর হাতে স্বামী খুন স্ত্রী আটক

ময়মনসিংহের ভালুকায় স্বামীকে দা দিয়ে কুপিয়ে খুন করেছে এক পাষন্ড স্ত্রী। এ ঘটনায় স্ত্রী মোর্শেদাকে (২৫) আটক করেছেন পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে উপজেলার বগাজান গ্রামে।
জানা যায়, উপজেলার বগাজান গ্রামের আব্দুল হালিমের ছেলে বিল্লাল হোসেন (২৮) ১০ বছর পূর্বে একই উপজেলার কাইচান গ্রামের শরাফত আলীর মেয়ে মোর্শেদাকে বিয়ে করেন। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ চলে আসছিল।  শুক্রবার (০৫ জানুয়ারি) ভোরে বিল্লালের চিৎকারের শব্দ শুনে পরিবারের লোকজন ঘর থেকে বের হয়ে শুনেন ঘুমন্ত অবস্থায় বিল্লাল হোসেনকে তার স্ত্রী মোর্শেদা দা দিয়ে কুপিয়ে আহত করে ফেলে রেখেছে। আশঙ্কাজনক অবস্থায় বিল্লালকে প্রথমে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিল্লাল মারা যান। সংসারের অভাব অনটনের জের হিসেবে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে প্রতিবেশিরা জানান।
খবর পেয়ে ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হযরত আলী ঘটনাস্থলে গিয়ে স্ত্রী মোর্শেদাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্যসমূহ