স্টাফ রিপোটার
ভালুকায় বিলে বাঁধদিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে মাছ চাষের পরিকল্পনা করায় উজানের ব্যাপক ফসলহানির প্রতিবাদে মানববন্ধন করেছেন কয়েক’শ কৃষক। সোমবার ২৯ ফেব্র“য়ারি দুপুরে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, উপজেলার ধীতপুর, টুংরাপাড়া ও পানিহাদী এলাকায় বড় বোয়ালিয়া বিলে প্রভাবশালী নজরুল ইসলাম পাকা মিয়া বাঁধ নির্মাণ করে মাছ চাষের প্রকল্প করায় ব্যাপক জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।
এতে উজানের প্রায় দুই’শ কৃষকের ৫০০ একর জমি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তাছাড়া বর্ষায় কয়েক’শ বাড়ি-ঘরের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এরই প্রতিবাদে সোমবার দুপুরে এলাকার কয়েক’শ কৃষক উপজেলা পরিষদের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে নেতৃত্ব দেন, ইমরুল কায়েস, ডাক্তার আজিজুল হক, মো: শরিফুল সরকার ও খোকা সরকার। মানববন্ধনকারীগণ বলেন, অধিকাংশ জমির মালিকদের চুক্তিপত্র না করেই ওই ব্যক্তি রাতের আঁধারে বাঁধ নির্মাণ করছেন। পরে নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি প্রদান করা হয়।
মন্তব্যসমূহ