ময়মনসিংহে শিমুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন-অবরোধ


DSC_0007

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের দিঘারকান্দা এলাকায় শিমুল হত্যার খুনিদের বিচার দাবিতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে মানববন্ধন-অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী।
শনিবার দুপুরে দিঘারকান্দা বাইপাস গোল চত্বর এলাকায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা ধরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফিরোজ সরকার শিমুল হত্যার প্রতিবাদে এলাকাবাসীর পক্ষ থেকে খুনিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী প্রায় আধা ঘণ্টা ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত শিমুলের মা ফিরোজা বেগম, গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন সোহানের মা হাসি আক্তার, স্থানীয় বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, ইউপি সদস্য ওয়াহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল, সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ৮ দিন পার হয়ে গেলেও শিমুলের হত্যাকারীরা ধরা পড়েনি। বরং পলাতক থেকে উল্টো আতঙ্ক ছড়াচ্ছে। পুলিশ যে দু’জনকে গ্রেফতার করেছে তারা হত্যাকাণ্ডের মূল আসামি না। মূল আসামিকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।

মন্তব্যসমূহ