এইচ এম মোমিন তালুকদার
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে১১ টায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের জ্যেষ্ঠ পুত্র প্রেসক্লাব ময়মনসিংহ সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান জানান, বুধবার (০৪ ফেব্রুয়ারি) বাদ জোহর গ্রামের বাড়ি জোরবাড়িয়া উত্তরপাড়া গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মন্তব্যসমূহ