ঙ্গবন্ধুকে কেন হত্যা করা হলো তার জবাব এখনও পাইনি — ধর্মমন্ত্রী
এইচ.এম জোবায়ের হোসাইনঃ জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান দেশ এবং দেশের মানুষের জন্য এত কিছু করার পরও তাঁকে কেন
হত্যা করা হলো তার জবাব এখনও আমি পাইনি। বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা আজ দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। আজ নারীরাও পুরুষের সাথে
সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়েও ছাত্র এবং ছাত্রীর সংখ্যা
প্রায় সমান।’
কথাগুলো বলেছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। তিনি সোমবার
ময়মনসিংহের ত্রিশালে অবসিস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে
গাহি সাম্যের গান মঞ্চে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয়
“ওরিয়েন্টেশন” প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীন
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন, ‘জ্ঞানার্জনের জন্য এসো আর
জ্ঞান বিতরণের জন্য বেরিয়ে যাও। জ্ঞানার্জনের সাথে সাথে মানবিক গুণাবলী
অর্জন করতে হবে। মানবিক গুণাবলী অর্জন ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। সমাজ
তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা একে অন্যকে সহযোগিতা করবে তাহলেই তোমাদের
মধ্যে সম্পীতি বাড়বে।’
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, ‘আধুনিক সমাজ বিনির্মাণে তোমরা
নবীনরা পথিকৃৎ। মানুষ প্রথমে সরল পথে থাকে, এরপর জ্ঞানার্জনের পথ জটিল,
জ্ঞানার্জনের পরের পথ আবার সরল। তবে জ্ঞানার্জনের আগের সরল পথের থেকে পরের
সরল পথ অনেক আলোকিত। জ্ঞানার্জনের মাধ্যমে বিশ্বকে নতুন করে দেখা যায়।’
তিনি আরও বলেন, ‘দৈহিক ক্ষুধা সবারই এক তবে চিত্তের ক্ষুধা সবার এক নয়।
চিত্তের ক্ষুধা নিবারণের জন্য জ্ঞান চর্চা করতে হয়।’ সভাপতি নবীনদের
উদ্দেশ্যে বলেন,‘তোমরা নবীন, তোমরা সমস্যা দেখে পিছু হটলে হবে না সমস্যার
সমাধান করতে হবে। সমস্যা থাকা মানে গতিশীলতা থাকা। শিক্ষা এবং জ্ঞানের
মাধ্যমে নিজেকে এবং ভেতরের আলোকে চিনতে নবীনদের প্রতি তিনি আহ্বান জানান।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল
আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের
ট্রেজারার এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন কমিটি ২০১৬ এর সভাপতি প্রফেসর এ
এম এম শামসুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. সুব্রত কুমার
দে, কলা অনুষদের ডীন প্রফেসর ড. মো: মাহবুব হোসেন, সামাজিক বিজ্ঞান
অনুষদের ডীন প্রফেসর ড. মো: হাবিবুর রহমান এবং পরিচালক (ছাত্র পরামর্শ ও
নির্দেশনা) প্রফেসর ড. মো: নজরুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন
ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন কমিটি ২০১৬ এর সদস্য সচিব মাসুম হাওলাদার,
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো: ফজলুল কাদের চৌধুরীও।
নবীন শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সাদিক আহমেদ এবং
ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হানা আক্তার বৈশাখী ও পুরাতন
শিক্ষার্থীদের পক্ষ হতে সাব্বির আহমেদ এবং আপেল মাহমুদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোকলোর বিভাগের প্রভাষক মো: বাকী বিল্লাহ এবং
থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রভাষক ফারজানা নাজ স্বর্ণ
প্রভা।
মন্তব্যসমূহ