এক নজরে দেখে নেওয়া যাক ফোন স্পেক্স—
১) ৫ ইঞ্চি ৭২০x১২৮০ পিক্সেল এইচডি আইপিএস ডিসপ্লে
২) ১.৩ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর
৩) ১ জিবি র্যাম
৪) ১৬ জিবি ইন্টারন্যাল মেমরি। মাইক্রো এসডি কার্ড কমপ্যাটিব্ল ১২৮ জিবি পর্যন্ত।
৫) অ্যানড্রয়েড ৫.১ ললিপপ ভার্সন, ডুয়াল সিম
৬) ৫ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ-সহ
৭) ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৮) থ্রিজি সিম সাপোর্ট
৯) ২০০০ এমএএইচ ব্যাটারি
১০) ওয়াই-ফাই, ব্লু-টুথ ৪.০, জিপিএস, ৩.৫ মিমি অডিও জ্যাক
ব্যাটারি ব্যাক-আপ খুব ভাল না হলেও প্রসেসর খুবই ভাল এবং সবচেয়ে বড় কথা রিয়ার এবং ফ্রন্ট দু’টি ক্যামেরাই রয়েছে। তা ছাড়া মেমরি স্টোরেজও যথেষ্ট বেশি। সব মিলিয়ে কম বাজেটের ফোন হিসেবে বেশ ভাল এই ফোন।
মন্তব্যসমূহ