আজকাল বিয়ের কাবিননামাও বানানো যায়: পরী

39 রোববার সকালটা এই সময়ের আলোচিত নায়িকা পরীমনির জন্য শুভ ছিল না। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে দিনের শুরুতে অনিক আব্রাহাম নামে ফেসবুকের একটি আইডি থেকে এক তরুণের সঙ্গে পরীমনির কিছু ছবি পোস্ট করা হয়। ছবির সঙ্গে দেয়া স্ট্যাটাসে অনিক দাবি করেন, পরী তার বন্ধু ইসমাইলের স্ত্রী। তিনি লিখেন, ‘আমার বন্ধু ইসমাইল আর তার বউ স্মৃতিমনি যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি, এক সময় ভোলা সদরে থাকতো তার জামাই বাড়িতে।

তারপর তার নেশা গেলো অর্থ আর লোভ-লালসার দিকে। যার জন্য আমার সহজ সরল বন্ধুকে ত্যাগ করতে দ্বিধাবোধ করলো না। যাই হোক ছবিগুলো দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেলো; তাই সবার সঙ্গে একটু শেয়ার করলাম।’ জনৈক ‘ইসমাইল’ ও ‘পরীমনি’কে নিয়ে পোস্ট করা ছবিগুলো প্রকাশের পর আরও কয়েকটি ছবি প্রকাশ করা হয়। প্রথম প্রকাশিত ছবিগুলো তার পরিচিতজনের হলেও পরের ছবিগুলোর বিষয়ে আপত্তি জানিয়েছেন পরীমনি। তিনি এ প্রসঙ্গে সোমবার বলেন, প্রথম ছবিগুলোর বিষয়ে বলছি ‘তিনি আমার এলাকার পরিচিত। তবে বিয়ে বলে কোনো বিষয় এখানে নেই।

এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আর পরের ছবিগুলো দেখে তো রীতিমতো নিজেই অবাক হয়েছি। এগুলো আমার ছবি না এবং ফটোশপের মাধ্যমে এ ছবিগুলো পোস্ট করা হয়েছে। আর আমার ক্যারিয়ারের ক্ষতি করার জন্য কেউ একজন এটা করাচ্ছে।

এর পেছনে বড় মাপের রাঘববোয়ালরাও জড়িত রয়েছে। যারা এসব করছে তাদের ছাড়বো না। এসব রাঘববোয়ালকে না ধরতে পারলে আমার নাম পরী না।’ এতকিছু প্রকাশ হওয়ার পরও আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেনো? প্রশ্নের জবাবে পরীমনি বলেন, কয়েকদিন খুব ব্যস্ততার মধ্যে সময় কাটছে আমার। এত অল্প সময়ে এতগুলো ছবিতে কাজ করছি আমি, এ বিষয়টি অনেকে মেনে নিতে পারছে না।

আর আজ আমি শুটিং শেষ করে একটি ছবির মহরতে যাবো। আগামীকাল আমার নতুন একটা ছবির মিটিং রয়েছে। আমি তো বসে নেই। আজ আমার ক্যারিয়ারের ধ্বংসের জন্য এই ষড়যন্ত্র করা হচ্ছে। আমি এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। আমি অভিভাবকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করে দ্রুত মানহানির মামলা করব। এদেরকে এত সহজে আমি ছেড়ে দেব না।

এদেরকে গ্রেপ্তার করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে। পরীমনি শুধু ছবির বিষয় নিয়ে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত তার বিয়ের কাবিননামার বিষয়টিও বানোয়াট বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, একটু চিন্তা করলেই যে কেউ বুঝতে পারবেন বিষয়টি। পরিকল্পনা করেই কেউ আমার বিরুদ্ধে লেগেছে। শুনলাম তারা আমার কাবিননামা পেয়েছেন।

আজকাল কেউ চাইলে বিয়ের কাবিননামাও বানাতে পারেন। আমার ভক্তরা খুব ভালো করেই সব বোঝে। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। তা না হলে, সকালে আমার সঙ্গে একজন আবিষ্কার হলো, বিকালে আরেকজনের সঙ্গে আমার ছবি পোস্ট করা হলো। ষড়যন্ত্র ছাড়া এসব কিছুই না। দ্রুত আমি আইনি পদক্ষেপ নিচ্ছি এটা নিশ্চিত।

মন্তব্যসমূহ