দুঃখ বিলাসী পুরুষ
::::::::::::::::::::::দালান জাহান
হে দুঃখ বিলাসী পুরুষ
করাতে কেটে ফেনিল সমুদ্র জল
চির বসন্তের রাজটিকা হয়ে তুমি,
নারীর পদতলে চূম্বন ফেলে যাও
শোকে মুহ্যমান নীল বৃষ্টি হয়ে
ভিজিয়ে যাও ধরনীর চোখ ।
::::::::::::::::::::::দালান জাহান
হে দুঃখ বিলাসী পুরুষ
করাতে কেটে ফেনিল সমুদ্র জল
চির বসন্তের রাজটিকা হয়ে তুমি,
নারীর পদতলে চূম্বন ফেলে যাও
শোকে মুহ্যমান নীল বৃষ্টি হয়ে
ভিজিয়ে যাও ধরনীর চোখ ।
এক আকাশ ভালবাসা দিলাম
আজ তোমার মন ভাল নেই
শিউলি হাসিতে লুকিয়েছো
শান্তনার প্রচ্ছন্ন হাসি
ভিতরে তোমার জলোচ্ছ্বাসে
ভাসছে কিশোরী মেয়ের চুল
ভুল কে পোষ তুমি ফুল ভেবে
এ কেমন ভুল !
অবাক করে তুমি
উরঙ্গমে পাড়ি দিলে পৃথিবী
চোখের সামনেই
আকাশে উঠে গেলে
দেয়ালে আঁকা স্বপ্ন কন্যা ছুঁয়ে
কত প্রিয় তোমার পুরবী
যার রেস্তারাঁয় মেহমান হয়ে
আজীবন নির্বাসিত হলে সুখে ।
উরঙ্গমে পাড়ি দিলে পৃথিবী
চোখের সামনেই
আকাশে উঠে গেলে
দেয়ালে আঁকা স্বপ্ন কন্যা ছুঁয়ে
কত প্রিয় তোমার পুরবী
যার রেস্তারাঁয় মেহমান হয়ে
আজীবন নির্বাসিত হলে সুখে ।
খবর মরে গেছে সেদিনের
সেই নিকরুণ বাতাসের ঘ্রাণে
লাল নিশান উড়িয়ে দৌড়াচ্ছে ঐ মার্কামারা
দৌড়বাজ ঘোড়া,
অস্থির আমার ঘানী-টানা নিঃশ্বাস
অবচেতন দুশ্চিন্তার খড়কুটো পোড়ে
কি হবে তখন !
ভুল করে যদি তোমাকে না ছুঁয়ে
ছুঁয়ে যায় আমাকে ।
সেই নিকরুণ বাতাসের ঘ্রাণে
লাল নিশান উড়িয়ে দৌড়াচ্ছে ঐ মার্কামারা
দৌড়বাজ ঘোড়া,
অস্থির আমার ঘানী-টানা নিঃশ্বাস
অবচেতন দুশ্চিন্তার খড়কুটো পোড়ে
কি হবে তখন !
ভুল করে যদি তোমাকে না ছুঁয়ে
ছুঁয়ে যায় আমাকে ।
দালান জাহান
মন্তব্যসমূহ