অসাধারণ প্রতিভা রুহুল আমীনের

অসাধারণ প্রতিভা
সুজন আহম্মেদ, জয়পুুরহাট জেলা প্রতিনিধি ।।
নাম তার রুহুল আমিন। তাকে দেখাযায় জয়পুুরহাট ষ্টেশনের প্লাট ফর্ম কিংবা সদর রাস্তার পাশে।সে কারও সাথে কথা বলেনা। কিন্তু তার রয়েছে অসাধারণ সুন্দর লেখার প্রতিভা। সে তার লেখার মাধ্যমে মানুষ কে আকৃষ্ট করে এবং সাহায্য কামনা করে। তার বাড়ি কোথায় সে বলেনা। শুধু তার নাম ছাড়া কিছুই জানা যায়নি তাও তার সুন্দর লেখার ভাষায়। তার লেখার ভাষায় মানুষ কে এত আকৃষ্ট করে যে সুন্দর মনের মানুষ গন তারে লেখাগুলো ২মিনিট না দেখে যাননা।জয়পুুরহাট সরকারী কলেজের ছাত্র ছাত্রীরা জানান তাকে যদি সরকারী কোনো সহায়তা দেওয়া হয় তাহলে তার অনেক ভাল হবে।তার প্রতিটি লেখায় যেনো শিল্পির হাতের ছোঁয়া। তার লেখা জ্ঞানি লোকদের প্রান ছুঁয়ে যায়।এ রিপোর্ট তাকে লেখা পর্যন্ত অন্য কোন নিউজে তার বিষয়ে লেখা হয়নি তাই আশেপাশের লোকজন ক্রাইমভিশন কে ধন্যবাদ জানান।তারা বলেন ক্রাইমভিশনের মাধ্যমে যেন সরকার তার পাশে দাঁড়ায় এটাই প্রত্যাশা এলাকাবাসির।

মন্তব্যসমূহ