ময়মনসিংহ শহরে দৃষ্টিনন্দন আলোর দিশারী উদ্বোধন

Alor Dishari  Kachari Pic-01

মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ

ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ এলাকা কাচারী নূর মসজিদ চত্বরে মসজিদ এবং ইসলামের চিন্তা করেই আল্লাহ এবং নবী নামে নামকরনে আলোর দিশারী উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
শনিবার বাদ মাগরিব আলোর দিশারী উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, পৌর প্যানেল মেয়র-২ মোঃ নজরুল ইসলাম, কাউন্সিলর মাহবুবুর রহমান দুলাল, পৌসভার কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ। আলোর দিশারী উদ্বোধন কালে দোয়া পরিচালনা করেন কাচারী নুর মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভুইয়া।
Alor Dishari  Kachari Pic-02
মেয়র টিটু বলেন, ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে দৃষ্টিনন্দন করে নামকরন করা হয়েছে। এর মধ্যে শহরের টাউনহল মোড়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্কয়ার, জিলা স্কুল মোড়ে দ্বীপ শিখা, নতুন বাজার মোড়ে পায়ড়া চত্বর, গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড়ে শাপলা চত্বর, পৌরসভা মোড়ে ২৫ থেকে ৭১ স্মৃতি অম্লান, র‌্যালির মোড়ে বিজয় চত্বর, চরপাড়া টাইমস স্কয়ারসহ একুশে, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ও বিশিষ্ট ব্যক্তিবর্গের নামকরণে ফলক নির্মান করেছি।

মন্তব্যসমূহ