ভালুকায় ২০ শিক্ষককে বিদায় সম্বর্ধনা


জাকিয়া সুলতানা রানী ভালুকা থেকেঃ ময়মনসিংহের ভালুকায় প্রাথমিক বিদ্যালয়ের ২০জন শিক্ষককে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে।(১৩ ফেব্রুয়ারী) শনিবার সকালে ভালুকা উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিস এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে,ভালুকা উপজেলা নির্বাহী অফিসার,মোঃ কামরুল আহ্সান তালুকদার এর  সভাপতিত্বে,প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা:এম.আমান উল্লাহ্, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান,আলহাজ্ব গোলাম মোস্তফা, ভাইসচেয়ারম্যান মো: রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি , শিক্ষা অফিসার মোঃ শহিদুজ্জামান,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ,সহকারী শিক্ষা অফিসার ,আবু রায়হান।   
আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষকদের হাতে সম্মান স্বরুপ ফুল,বই,তজবী ও মানপত্র তুলে দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

মন্তব্যসমূহ