পৃথিবীর যে প্রান্তে থাকি
তব নয়ন মেলে দেখি
আমার মধুর-বাংলা ভাষা,,
আমার বৗর বাঙালির আশা//
বায়ান্নেরৗ সুচনা ঘটে
এই ভাষাকে ঘিরে,,
সালাম,বরকত,রফিক,শফিক
আর আসিবে কি ফিরে?
আজো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠান
শুধু নেই সেই ছাত্রদলের ধর্মঘট,,
ভাষার দাবিতে যারা মেতেছিলো
হুংকার করেছিলো বিকট//
আজো আছে সেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ
শুধু নেই ছাত্র-পুলিশের সংঘর্ষ,,
নেই সালাম,বরকত,রফিক,শফিক
তাই হৃদয় মোর বিমর্ষ!!
আজো আছে সেই জগন্নাথ হল
নেই শুধু সেই প্রতিবাদৗ ছাত্রদল,,
আজো আছে সেই রাস্তা
সেই হোস্টেল
আছে দেবেন্দ্র কলেজের ছাত্র,,
তাঁদের ভিরে নেই রফিক
নেই গফরগাওয়ের আব্দুল জব্বার
নেই তাঁদের সাথের মিত্র//
এখনও বিকেল ৩টে বেজে
বিশ মিনিট,,
নেই শুধু সেই ছাত্র জনতার
বিশাল সেই ইউনিট//
এখনও সেই
ঢাকা মেডিকেল আছে
নেই শুধু গুলিবৃদ্ধ
সালাম,জব্বর,বরকত
রয়েছে শুধু শহৗদের পায়ের ছাপ
রয়েছে রমনার রাজপথ//
(কবিতাট পাঠিয়েছে নারায়গন্জ সরকারি মহিলা কলেজ থেকে)
মন্তব্যসমূহ